NID Smart Card Download BD 2024 – services.nidw.gov.bd

NID Smart Card Download BD 2024.

If you are searching NID Smart Card Download BD 2024, you will end searching here. Because, this article will provide you all the necessary information regarding on NID Smart Card Download BD 2023.  কিভাবে আপনি আপনার এনআইডি স্মার্ট কার্ড পাবেন? অনলাইনে আপনার এনআইডি স্মার্ট কার্ড পেতে হলে কি কি প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে? কোন ওয়েবসাইটের মাধ্যমেএবং কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন? সকল তথ্য পেতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

NID Smart Card Download BD 2024 – services.nidw.gov.bd(এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড-২০২৪)

If you are still not a voter of Bangladesh and you have not registered yet for the NID card, then you can register and get a online NID card copy if your age becomes 16. The election commission board has announced to provide National identity card through online as the current situation of pandemic Covid 19 NID card distribution process currently has reduced a little bit in the circumstances.

EC Election Commission has decided to provide an ID online copy if you are 16 years old. It is land that in addition to those who have already given information those who have reached the age of 16 can also apply online and give information in this case. You have to go to the website services.nid.gov.bd and compete the specific process at present. The number of both are in the country is 10 crore 96 lakhs 19 thousands 112 people. So, keep reading the article of NID Smart Card Download BD 2024.

Download Your NID Card through services.nidw.gov.bd – জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন

আপনার ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি ? Create And Download Your New NID Smart Card 2024

আপনারা যারা ভোটার হিসেবে নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি, তারা জাতীয় পরিচয় বিবরণী জানতে ভোটার তথ্য মেনুতে গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর এবং আপনার জন্ম তারিখ ও ক্যাপচা প্রদানের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি জেনে নিন। অথবা রেজিস্টার মেনু থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।পরবর্তীতে লগ ইন মেনুতে গিয়ে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড মেনুতে কি আপনার পরিচয় পত্র কপি ডাউনলোড করতে পারবেন।

1.Firstly, you need to search all necessary information from online.

2. Secondly, Check information of your NID Card from here, Click Here.

3.Besides, you can call directly to Election Commission Helpline. To call dial 105

4. You can apply the SMS format.

New voters who already registered but did not get any NID Card. They need to write,

  • SC<Space>F <Space>D<Space>date of birth by this format: year/month/date and send to 105. For example: SC F D 2001-12-16.

This for those who have old voter card and want to get new Smart NID Card.

  • SC NID (NID CARD NUMBER) And send to 105.

১৬ বছর বয়সীরাও ‘ভোটার আইডি কার্ড (NID)’ নিতে পারবেন

অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এখন থেকে জাতীয় পরিচয় পত্র (এন.আই.ডি.) ডাউনলোড করে নিতে পারবেন ১৬ বছর বয়সীরাও।. নির্বাচন কমিশনের (ইসি.) এনআইডি শাখার অফিসার ইনচার্জ কাজী আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

১৮ বছরের নিচের বয়সীদের এন. আই. ডি. দেবার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেয়া হচ্ছে বলে জানান তিনি। কাজী আশিকুজ্জামান বলেন ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদ এর সময় ১৬.

বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছে.। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন।

16 years old can also get NID Card!!!

জানা গেছে যারা এরই মধ্যে তথ্য দিয়েছেন তারা ছাড়াও যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারাও অনলাইনে আবেদন করে তথ্য দিতে পারবেন। এক্ষেত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে.।  দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২. জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন এডাল্ট (১৮ বছরের উপরে). . বয়স নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন। যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ড অনলাইনে আগে থেকেই নির্বাচন কমিশন দিচ্ছে। এখন ১৬ ও ১৭ বছর বয়সীরাও এই সুযোগ পাবেন। Source: Ssomoynews.tv

আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন ভার্সন–Online Version of your NID Card

যারা ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন কিন্তু এনআইডি পাননি,  তারা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর ব্যবহার করে এনআইডি কার্ডের সাময়মে (Provisional) কপি সংগ্রহ করতে পারবেন। অথবা আপনি যদি এনআইডি কার্ড হারিয়ে থাকেন,  কিন্তু এন আইডি নম্বরটি যদি কোথাও লেখা থাকে তাহলে আপনি এই পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার চেষ্টা করতে পারেন।  সফল হওয়া সম্ভাবনা আছ।

আপনার নিকট যদি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর থেকে থাকে তাহলে সরাসরি দ্বিতীয় ধাপে যান। আর আপনি যদি এন আইডি কার্ডের জন্য ছবি তুলে থাকেন,  কিন্তু এখনো জাতীয় পরিচয় পত্র পাননি,  তাহলে এই ধাপ থেকেই শুরু করুন।  কম্পিউটার ব্রাউজারে প্রথমে এখানে যান https://services.nidw.gov.bd/ এবং ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর,  জন্ম তারিখ ও ক্যাপচা সঠিকভাবে পূরণ করে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংগ্রহ করুন.

ক্যাপচা একবার সঠিক না হলে একাধিকবার চেষ্টা করুন।  মনে রাখবেন সার্ভার বেশি ব্যস্ত থাকলে রেজিস্ট্রেশন সফলতা কিছুটা সময় লাগতে পারে।

IBBL Job Circular 2024- Islami Bank Bangladesh Limited

এখন আমরা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য এর রেজিস্ট্রেশন করব। এছাড়া, আইডি কার্ড বের করার নিয়মাবলী দেখুনঃ

এখন খেয়াল করুন এই পেজের উপরের অংশে মেনু বারে  ‘রেজিস্টার’ নামের একটা মেনু রয়েছে। সেখানে আপনি এখনই ক্লিক করুন। তাহলে নিচে প্রদর্শিত ছবির মত একটা পেজ আসবে। এবার সবকিছু ঠিকঠাক মতো পূরণ করে সাবমিট বাটনে প্রেস করুন। এরপর ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন করার সময় যে সকল তথ্য দিয়ে আপনি পূরণ করেছিলেন সেগুলো সঠিকভাবে আবার দিয়ে সাবমিট করে দিন। এরপর ভোটার আইডি নিবন্ধন এর সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেটি দিন অথবা নতুন একটি মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে নিন।

NID Smart Card Download BD 2024

এনআইডির জন্য ফেস ভেরিফিকেশন করার প্রক্রিয়াসমূহ। ভোটার আইডি ভেরিফিকেশন করার সমস্ত নিয়মাবলী:

মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন হবার পর এবার আমাদের পালা ফেস ভেরিফিকেশন সম্পন্ন করা। এই কাজটি করার জন্য আপনার স্মার্টফোনে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। যেটির নাম হচ্ছে ‘NID Wallet’।এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। নিশ্চয়ই আপনি এতক্ষণে এই অ্যাপটি ডাউনলোড করে নিয়েছেন আপনার ফোনে।এখন আপনি উপরে প্রদর্শিত ছবির মত একটি ছবি বা পেইজ দেখতে পারবেন। যেখানে আপনার এনআইডি কার্ডের কিউ আর (QR) কোড দেওয়া থাকবে। যেটিকে আপনার মোবাইলে থাকা এনআইডি ওয়ালেট অ্যাপের মাধ্যমে স্ক্যান করতে হবে। কিউ আর কোড স্ক্যান করার পর মোবাইলে পরবর্তী প্রক্রিয়া সমূহ অনুসরণ করে আপনাকে কাজ সম্পন্ন করতে হবে। ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি নিচে প্রদর্শিত ছবির মধ্যে একটি প্রোফাইল দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার (এন. আই.ডি কার্ড), অথবা ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

NID Smart Card Download BD 2024

এছাড়াও এখান থেকে আপনি চাইলে ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রটির পরিবর্তন কিংবা ভুল সংশোধন ইত্যাদি কাজ করতে পারবেন।

কিভাবে জাতীয় পরিচয় পত্রের তথ্য পরিবর্তন অথবা ভুল সংশোধন করতে হয় সেগুলো নিচে দেখুন।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার স্থানে আপনি সেখান থেকে এটি সংশোধনেরও অপশন পেয়ে যাবেন। এবং সেখানে বিভিন্ন সার্ভিস যেমন, ছবি, নামের বানান সহ আরো অন্যান্য যেগুলো আপনি সংশোধন করতে চান, নির্দিষ্ট সার্ভিস ফি দেওয়ার মাধ্যমে আপনি করতে পারবেন।

NID Smart Card Download BD 2024

NID Smart Card Online Copy Download 2024

এছাড়া মোবাইল থেকে এসএমএস(SMS) করেও জাতীয় পরিচয় পত্র নম্বর পেতে পারেন। যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এন আই ডি (NID) পাননি, তারা খুব সহজে এন আই ডি নম্বর পেতে পারেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ‘NID’ স্পেস দিয়ে ‘ফরম’ নম্বর স্পেস দিয়ে ‘জন্ম তারিখ’ তিন -মাস -বছর। তারপর মেসেজটি পাঠান ১০৫ নম্বরে। ফিরতি মেসেজে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর পাবেন।

মেসেজের উদাহরণ: এনআইডি ১২৩৪৫৬৭২৪০৮ 25-10-1995

NID হেল্প লাইন: রমজানে জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের হেল্পলাইন 105 নাম্বারে ফোন করে সকাল 9 টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সেবা নেওয়া যাবে যাবে।

সাধারণ জিজ্ঞাসা-NID FAQs

১.প্রশ্ন: আমি যথাসময়ে ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করতে পারিনি,এখন কি করা যাবে?

উত্তর: আপনি যে কোন সময় রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন করতে পারেন।

২.প্রশ্ন: আমি বিদেশে অবস্থানের কারণে ভোটার Registration করতে পারিনি, এখন কিভাবে NID Registration করতে পারব?

উত্তর: আপনি যেকোনো সময় রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনি যে কোন জায়গা থেকেই আপনার কাজ করতে পারবেন।

৩.প্রশ্ন: আমি ২০০৭ অথবা ২০০৮ অথবা ২০০৯ অথবা ২০১০ সালে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু সেই সময় আইডি কার্ড গ্রহণ করিনি। এখন কিভাবে আইডি কার্ড পেতে পারি?
উত্তর: উপজেলা থানা নির্বাচন অফিস থেকে আপনার কার্ড সংগ্রহ করতে পারবেন। যদি সেখানেও না পাওয়া যায় তাহলে অনলাইনে রি-ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন আবেদন। অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে। এরপর অনলাইন থেকে আপনার আইডি কার্ড ডাউনলোড করে নিন।

৪.প্রশ্ন: ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাব, পেশা,ধর্মীয় পদবী ইত্যাদি যুক্ত করা যাবে কিনা?
উত্তর: ভোটার তালিকাতে শুধুমাত্র নাম সংযুক্ত করা যাবে। অন্য কোনো কিছু সংযুক্ত করার কোন সুযোগ নেই।

৫.প্রশ্ন: কোথা হতে আইডি কার্ড সংগ্রহ করা যাবে?

উত্তর: অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা যে এলাকায় আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই এলাকার থানা অথবা উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

৬. প্রশ্ন: আমি বিদেশে চলে যাব। আমার কার্ড কি অন্য কেউ তুলতে পারবেন?
উত্তর: অনলাইন থেকে যে কেউ তুলতে পারবেন।

৭.প্রশ্ন:কার্ডে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে কি হবে?
উত্তর: জেল/জরিমানা হতে পারে।

৮. প্রশ্ন: জাতীয় পরিচয়পত্র নম্বর কারো 17 আবার কারো ১৮ কেন?
উত্তর :২০০৮ সালের পরের নতুন নিয়মের ফলে।

Conclusion

This is a useful article. So, please leave a comment below on this site if you are unable to get the information from your NID Smart Card. We will provide you feedback as soon as possible. Moreover, Read the post, in order to receive more updates and information about NID Smart Card Download BD 2024. Online Copy Bangladesh www.nidw.gov.bd, kindly join our official Facebook group.

Besides, this page includes a wide range of recommendations and answers to frequently asked questions related to various competitive tests. In addition, we offer a wide range of educational & information support infohouse24.com. At last, stay tuned to our website to get the latest information.